Urfi Javed: উর্ফি জাভেদের গোপন কথা ফাঁস !

Published By: Khabar India Online | Published On:

 গায়ের রং ধবধবে ফর্সা, ছিমছাম সুন্দরী, ফ্যাশনে নং ১ ওয়ান,  সে কিনা স্নান করতে পছন্দ করেন না।  আপনি ভাবছেন ছিঃ এর তো গায়ে গন্ধ।

এই রকম আছেন অনেকে  যারা শীত আসলেই স্নান বন্ধ। অনেকে আবার বেশি বৃষ্টি পড়লেও স্নান করেন না। তাদের উত্তর, স্নান করলেই ঠান্ডা লাগবে।

আরও পড়ুন -  ১০ চাকার লরি ধাক্কায় আহত এক ব্যক্তি

 উর্ফি এই রকম অনেকের মতন। তিনিও সাফ বলেছেন,বৃষ্টিতে ভিজবো কি? আমার তো স্নান করতেই ভালো লাগে না।

সম্প্রতি মুম্বইয়ে প্রচণ্ড বৃষ্টিতে আটকে পড়েছিলেন টক অফ দ্যা টাউন লেডি উর্ফি জাভেদ। সেই সময় মুম্বাইয়ের পাপারাজ্জিদের মুখোমুখি হন তিনি। বাইরে চরম বৃষ্টি, এর মাঝে প্রশ্ন এলো, বৃষ্টির মরশুম তিনি কেমন এনজয় করেন? ব্যাস উত্তর এটাই যে তিনি স্নান করতেই পছন্দ করেন না।

আরও পড়ুন -  অক্ষয় কুমার আমাকে ছাড়েননি, আমার শরীর পুরো আগুনের মত জ্বলছিল