Yuvaan: নতুন বান্ধবীর ঠোঁটে চুমু দিলেন ইউভান! মিষ্টি ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

 রাজ-শুভশ্রী ছুটির মেজাজে আছেন। ‘হাবজি গাবজি’ মুক্তির পর ছেলেকে নিয়ে সোজা জ্যামাইকা পৌঁছে গিয়েছেন। ট্যুরে গিয়ে একের পর এক ছবি পোস্ট করেছেন।

 একটি ভিডিও পোস্ট করেছেন রাজ। ভিডিওতে দেখা যাচ্ছে তিনজনে একটি রেস্তোরাঁয় খেতে বসেছেন। ইউভানকে দেখে একটি বাচ্চা মেয়ে এগিয়ে আসে। হাতে হাত মেলায় দুই খুদে। এরপরেই গালে চুমু একে দেন রাজ পুত্তুর ইউভান। বাচ্চা মেয়েটি ইউভানকে দেখে একবার করে তাকিয়ে হাসে, আবার হতে হাত মিলিয়ে চলে যায়। আসলে বাচ্চাদের মন।

আরও পড়ুন -  রোমান্টিক সাহসী সিরিজ ULLU-তে আসছে, পাগল হয়ে যাবেন ট্রেলার দেখলে, Video Watch

প্রসঙ্গত, আপনি যদি জ্যামাইকা যেতে চান তবে জেনে রাখুন, জ্যামাইকা ক্যারিবিয়ান সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল। মানুষ সী বিচে বসতে জ্যামাইকাতে আসে, কিন্তু অনেকে আসেন ডন রিভার ফ্লোস এবং মার্থা ব্রা নদীর উপরে রাফটিং, এবং হর্স রাইডিং করার জন্য।

আরও পড়ুন -  Government Scheme: মহিলাদের জন্য নতুন স্কিম, 1000 টাকা থেকে বিনিয়োগ শুরু করুন