Aindrila Sharma: ঐন্দ্রিলা ক্যান্সারকে পরাজিত করে আবার অভিনয় জগতে

Published By: Khabar India Online | Published On:

 ঐন্দ্রিলা শর্মা, জীবনে তিনটি বর পেয়েছেন। এক, ক্যান্সার জয় করার আশীর্বাদ। দুই, প্রাণের মানুষ যে কিনা ক্যান্সারের সময় ঐন্দ্রিলার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। তিন, আবার নিজের জগৎ ফিরে পাওয়া।

আরও পড়ুন -  Aindrila Sharma: জীবনের দ্বিতীয় দাদাগিরি শুরু করলেন ঐন্দ্রিলা, ক্যান্সার-কে হারিয়ে, সৌরভ গাঙ্গুলীর সাথে

সাহস আর মনের জোরে মারণরোগকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ঐন্দ্রিলা ( Aindrila Sharma )।   তিনি পুরোপুরি সুস্থ। দাদাগিরি শোতে এসে তিনি জানিয়েছিলেন মনের কথা। ফের কাজ করতে চান। ফের লাইট ক্যামেরা অ্যাকশন এ ডুবে যেতে চান। সেটাই সত্যি হল।

আরও পড়ুন -  Aindrilla: ঐন্দ্রিলা মাকে হারালেন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

ইতিমধ্যে, ঐন্দ্রিলার শ্যুট শেষ। গত ৪ জুলাই শ্যুটিং শেষ করে ফেলেছেন, এখন শুধু বাকি, ডাবিং। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছেন ঐন্দ্রিলা। পর্দায় তিনি অনির্বাণের মেয়ের চরিত্রে থাকবেন। জি বাংলা অরিজিনাল এ দেখা যাবে ঐন্দ্রিলার নতুন কাজ। নতুন ছবির নাম – ‘ভোলে বাবা পার করেগা’। অনেকের মনে জোড় বাড়িয়ে দিলেন।

আরও পড়ুন -  Gori Nagori Video: কুর্তি তুললেন গোরি নাগোরি খোলা মঞ্চে, তাঁর সাহসী নাচ দেখে উত্তেজিত হলেন দর্শকরা