বয়স হয়তো ৩০ বা ৪০ এর দোর গড়ায়। উপার্জন করছেন। ৬০ এর পর কি করবেন ভেবেছেন? আপনি মিউচ্যুয়াল ফান্ড, এল আই সি, বা ব্যাঙ্কে এক কালীন টাকা জমিয়ে রাখলেন ভবিষ্যতের জন্য। এছাড়া ধরে নেওয়া যাক আপনি পেনশন পাচ্ছেন অথবা পাচ্ছেন না। অথবা আপনি একজন খুচরো বিক্রেতা। আপনি ভবিষ্যতের কথা ভেবেছেন? কিভাবে চালাবেন ৬০ এর পর?
আপনাকে কেন্দ্রীয় সরকার বিশেষ সুযোগ সুবিধা দেবে। প্রত্যেক মাসে আপনি পেয়ে যাবেন ১০০০ থেকে ৫০০০ টাকা। কী করতে হবে? এর জন্য আপনাকে ভারত সরকারের অটল পেনশন যোজনাতে (Atal pension yojana) নিজের নাম লেখাতে হবে।
আপনাকে প্রতি মাসে সামান্য কিছু টাকা জমাতে হবে। তারপর ৬০ ঊর্ধ্ব হয়ে গেলে আপনি পেয়ে যাবেন মাসে ১০০০ থেকে ৫০০০ পর্যন্ত টাকা। স্বামী স্ত্রী উভয়ে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা সিঙ্গেল অ্যাকাউন্ট।