প্লাস্টিকের বিকল্প ভরসা বাংলায়ঃ পরিবেশ মন্ত্রী ভুপেন্দ্র যাদব

Published By: Khabar India Online | Published On:

প্লাস্টিকের বিকল্প ভরসা বাংলায় : পরিবেশ মন্ত্রী ভুপেন্দ্র যাদব।

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ   ১৭ বছরে পা রাখল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই উপলক্ষ্যে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব প্রথম কলকাতা বা বাংলার কারিগরদের উপর ভরসা রাখলেন। বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিনি শুক্রবার কলকাতায় আসেন। তার বক্তব্যের মধ্যে উঠে আসে প্লাস্টিক বর্জন করলেই হবেনা, এর বিকল্প কিছু বার করারও। মন্ত্রী বাংলার কারিগরদের প্রশংসা করে বলেন, ওনারা যে ভাবে থার্মোকলের ব্যবহারের পরিবর্তে, শোলা এবং অন্য পরিবেশ বান্ধব ব্যবহারের দিশা দেখিয়েছেন তা প্রশংসার যোগ্য ।

আরও পড়ুন -  Parimani Birthday: বাবুর জন্মদিন করবো ধুমধাম করে, আমারটা আর নয়ঃ পরীমনি

জেডএসআই-এর ১০৭ বছর প্রতিষ্ঠাতা দিনের এই অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্য বিজ্ঞানের সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে দেশে এমন জাদুঘরের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।