Mika Singh: রাখিকে জোর করে চুম্বন, মিকা সিংয়ের বিয়ে কি টিকবে?

Published By: Khabar India Online | Published On:

 আসতে চলেছেন ‘মিকা দি বোটি’। রিয়েলিটি শোয়ের মাধ্যমে নিজের জীবন সঙ্গিনী বেছে নিতে চলেছেন মিকা।  যা ট্র্যাক রেকর্ড, তাতে কতদিন তাঁর জীবনে সঙ্গিনী টিকবেন বলা মুশকিল। কারণ মিকার নামে রয়েছে একাধিক অভিযোগ।

আরও পড়ুন -  Aishwarya Rai Bachchan: ঐশ্বরিয়া রাই বচ্চন আলোচনায়, রেড কার্পেটে হেঁটে, কান চলচ্চিত্র উৎসবে

দালের মেহেন্দি (Daler Mehendi) সবচেয়ে ছোট মিকার সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল দালেরের কাছেই। মিকার বাবা আমরিক সিং (Amrik Singh) পেশায় কুস্তিগীর। কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন তিনি।

মিকার মাও কুস্তিগীর ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে মিকার জন্ম হয়েছিল। প্রথম জীবনে কীর্তন গাইলেও পরবর্তীকালে ‘টেল মি সামথিং’ গানটি মিকাকে জনপ্রিয় করে তোলে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বলিউড হিট দিয়ে বিখ্যাত গায়ক হয়ে ওঠেন মিকা।

আরও পড়ুন -  জন্মদিনে কফিনবন্দি হয়ে দেবকুমার বাড়ি ফিরলেন !