Malti Chahar: নেট কাঁপাচ্ছেন সুপার মডেল বোন, মাঠ কাঁপাচ্ছেন দাদা

Published By: Khabar India Online | Published On:

 খবরের শিরোনামে মালতি চাহার। বলিউড ও গ্ল্যামার দুনিয়ার পরিচিত সুপার মডেলের আরও একটি পরিচয় তিনি টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার দীপক চাহার বোন।

বিয়ের অনুষ্ঠানের পর দাদা দীপক ও বৌদি জয়া ভরদ্বাজের সঙ্গে মালতি।

আরও পড়ুন -  গঙ্গা এবং তার উপনদী ও শাখানদীগুলির দূষণের পরিমাণের ওপর নজরদারির বিষয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সক্রিয় হবে

মহেন্দ্র সিং ধোনিকে অন্যতম ফলোয়ার হলেন এই গ্ল্যামার গার্ল। বলিউডে এখনও বিশেষ কিছু করতে পারেননি। যদিও এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ।

আরও পড়ুন -  Madhumita Sarkar: বিস্ফোরক মন্তব্য করলেন মধুমিতা, প্রেম-বিয়ে-ডিভোর্স নিয়ে

খুব দ্রুত বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন মালতি। প্রথম সিনেমা ‘ইশক পশমিনা’।

দীপকের মতো তার ভাই রাহুলও ক্রিকেটার। সেইজন্য মালতিও ক্রিকেটের প্রতি পাগল।