অন্তর্বাস, দাম ১৩ কোটি টাকা ! চমকে গেলেন? কে সেই ভাগ্যবতী !

Published By: Khabar India Online | Published On:

 অন্তর্বাসের দাম ১৩ কোটি! ভাবতেই পারেন। ১৩ কোটি দামের অন্তর্বাস সত্যিই আছে। কোনো মিউজিয়ামের গহনে রাখা নেই। আছে এক মডেলের শরীরে, মহার্ঘ্য অন্তর্বাস।

 এত দাম একটি অন্তর্বাসের? এই ছোট্ট জিনিসটি তৈরি করতে লেগেছে আসল হীরে, পোখরাজ ও নীলা।

আরও পড়ুন -  Ajmeri Haque Bandhan: আবারও সেরা বাঁধন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

অন্তর্বাসটি মূল্যবান পাথর দিয়ে তৈরি হলেও এগুলি বসানো হয়েছে ১৮ ক্যারেটের সোনার স্ট্রাকচারের ওপর। ফলে এর চমক সূর্যের আলোকেও হার মানাবে।

কার বক্ষে উঠেছে এই মহা মূল্যবান অন্তর্বাস? যার শরীর এই অন্তর্বাস ছুঁয়েছে তিনি হলেন একজন মডেল। সুপার মডেল আখ্যা পাওয়া লেইজ রিবেইরো (Lais Ribeiro) মহামূল্যবান অন্তর্বাস পরেছেন।

আরও পড়ুন -  Cyclone Ashani: ধেয়ে আসবে ঘূর্ণিঝড়, তুমুল ঝড় বৃষ্টির ইঙ্গিত, আবহাওয়ার বিপুল পরিবর্তন হবে

এই মডেল বহুদিন ধরে ভিক্টোরিয়াজ সিক্রেট-এর মডেল হিসাবে কাজ করছেন। তাই তাদের উদ্যোগে সেজে ওঠেন ব্রাজিলিয়ান মডেল লেইজ রিবেইরো শরীরে।