Captain: ৩২ দলের অধিনায়কের দায়িত্বপ্রাপ্তদের নাম

Published By: Khabar India Online | Published On:

 দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের আসর কদিন পরেই। শুরু হয়ে গেছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের উন্মাদনা। প্রস্তুত কাতারের স্টেডিয়াম।চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের নাম।

গ্রুপ এ

কাতার: হাসান আল হাইদোস।

নেদারল্যান্ডস: ভার্জিল ফন ডাইক।

আরও পড়ুন -  Asha Bhonsle: আশা ভোঁসলের জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠালেন, দিদি লতা মঙ্গেশকর

সেনেগাল: কালিদু কোলিবালি।

ইকুয়েডর: এনার ভালেন্সিয়া।

গ্রুপ বি

ইংল্যান্ড: হ্যারি কেইন।

ওয়েলস: গ্যারেথ বেল।

যুক্তরাষ্ট্র: ক্রিশ্চিয়ান পুলিসিক।

ইরান: এহসান হাজসাফি।

গ্রুপ সি

আর্জেন্টিনা: লিওনেল মেসি।

পোল্যান্ড: রবার্ট লেওয়ানভোভস্কি।

মেক্সিকো: আন্দ্রেস কার্দাদো।

সৌদি আরব: সালমান আল ফারাজ।

গ্রুপ ডি

ফ্রান্স: হুগো লরিস।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: সিক্সটিনে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স, এমবাপের জোড়া গোল

ডেনমার্ক: সিমন কায়ের।

তিউনিসিয়া: ইউসেফ এমসাকনি।

অস্ট্রেলিয়া: ম্যাথু রায়ান।

গ্রুপ ই

জার্মানি: ম্যানুয়েল নয়্যার।

স্পেন: সার্জিও বুস্কেটস।

জাপান: মায়া ইয়োশিদা।

কোস্টারিকা: ব্রায়ান রুইস।

গ্রুপ এফ

ক্রোয়েশিয়া: লুকা মডরিচ।

বেলজিয়াম: ইডেন অ্যাজার।

কানাডা: অ্যাটিবা হাচিনসন।

মরক্কো: রোমাইন সাইস।

গ্রুপ জি

আরও পড়ুন -  বাবা গ্রেপ্তার, নেইমার জুনিয়রের বাবা

ব্রাজিল: থিয়াগো সিলভা।

সার্বিয়া: দুসান তাদিচ।

সুইজারল্যান্ড: গ্রানিট ঝাকা।

ক্যামেরুন: ভিনসেন্ট আবুবাকার।

গ্রুপ এইচ

পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদো।

উরুগুয়ে: ডিয়েগো গডিন।

দক্ষিণ কোরিয়া: সন হিউং মিন।

ঘানা: আন্দ্রে আইয়ু।

কোনো ঘটনা না ঘটলে এই ফুটবলারদেরকেই দেখা যাবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে।