Tiyasha Lepcha: ‘কৃষ্ণকলি’ তিয়াশার বড় ঘোষণা

Published By: Khabar India Online | Published On:

যমজ ভাই বোন বিয়ে ও বিচ্ছেদ। বর্তমান সমাজে এইটা সমান জনপ্রিয়। কেউ বিয়ে করছেন তো কেউ বিচ্ছেদ করছেন। বিশেষ করে টলিপাড়ায় বিচ্ছেদ ও পরকীয়ার ভুরি ভুরি কাহিনী সামনে আসছে।

সমস্ত গুঞ্জনকে সত্যি করে অভিনেত্রী তিয়াশা লেপচা (Tiyasha Lepcha) জানিয়ে দেন যে তিনি আর তিয়াশা রায় নেই। বিচ্ছেদ হয়েছে স্বামী সুবান রায়ের সঙ্গে।

আরও পড়ুন -  Weather: নিম্নচাপের জেরে আরও দুর্যোগের আশঙ্কা, সতর্কতা জারি

বিচ্ছেদের পরেও বেশ কয়েক বার পেজ থ্রির পাতায় এসেছে সুবান-তিয়াশা’র ব্যাক্তিগত জীবনের তিক্ততার কাহিনী।

সুবান যেমন অভিনয় করছেন, অভিনেত্রী তিয়াশা কৃষ্ণকলি ধারাবাহিক শেষ করার পর বসেই আছেন। শুরু করেছেন পার্সোনাল লাইফস্টাইল ইউটিউব vlog. প্রায় সময় ত্তাকে ইনস্টাগ্রাম রিল বানাতে দেখা যায়। একটা সময় প্রাক্তন স্বামী পছন্দ করতেন না যে তার স্ত্রী শ্যুটিং এর পরেও সোশ্যাল মিডিয়া নিয়ে থাকুক। এখন অভিনেত্রী ঝাড়া হাত পা। দেদার নাচ, ভিডিও, vlog চলছে।

আরও পড়ুন -  ১৫৩ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন