New Guests: পরিবারে আসছে নতুন অতিথি, হিল্লোল-নওশীনের

Published By: Khabar India Online | Published On:

 অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরিন মৌ এখন আমেরিকা প্রবাসী। সেখান থেকেই জানালেন নতুন সুখবর। মা হতে যাচ্ছেন তিনি। নওশীন-হিল্লোল দম্পতির ঘরে আসছে নতুন অতিথি, তাদের প্রথম সন্তান।

আরও পড়ুন -  কোনও ডিভিশনে কলকাতা ফুটবলে অবনমন থাকছে না

 গতকাল (২৫ জুন) আয়োজন করা হয় নওশীনের বেবি শাওয়ার। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা। অনুষ্ঠানটি হয় নিউ ইয়র্কে।

আরও পড়ুন -  Kissing: সমুদ্রকে সাক্ষী রেখে চুম্বনরত জনপ্রিয় নায়িকা পরীমনি

জানা যায়, নওশীনের স্বাস্থ্যবস্থা বেশ ভালো। আগামী মাসে নতুন সদস্য আসবে।

নওশীন বর্তমানে আমেরিকায় একটি মেডিকেল সেন্টারে চাকরিরত আছেন। হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে। চলতি বছর হিল্লোল বাংলাদেশে এলেও তখন নওশীন আসেননি।

আরও পড়ুন -  খাটে উঠেছে ঝড়, দরজা বন্ধ করে একা দেখুন আম্রপালি-নিরহুয়ার রোম্যান্স