Amitabh Bachchan: মার্সিডিস গাড়ি বিক্রি করছেন অমিতাভ বচ্চন, জলের দামে

Published By: Khabar India Online | Published On:

এরকম একটি বড় খবর সামনে এসেছে।

 এখনো পর্যন্ত বলিউড দুনিয়ার বড় সিনেমায় তাকে আমরা দেখতে পাই অভিনয় করতে। তার ছেলে অভিষেক বচ্চন খুব একটা জনপ্রিয় না হতে পারলেও, অমিতাভ বচ্চন এখনো পর্যন্ত বলিউড দুনিয়ায় কিন্তু সুপারস্টার।

তার সমসাময়িক অন্যান্য অভিনেতারা অনেকেই নিজেদের বৃদ্ধ বয়সে অবসর নিয়েছেন। কিন্তু অমিতাভ বচ্চন কোনোভাবেই যেন অবসর নিতে চাইছেন না।

সম্প্রতি অমিতাভ বচ্চন এর ব্যাপারে একটি বিশাল বড় খবর সামনে এসেছে যেখানে আমরা জানতে পারছি, অমিতাভ বচ্চনকে নিজের অত্যন্ত পছন্দের এবং খুব দামি একটি গাড়ি বিক্রি করে দিতে হচ্ছে একেবারে সস্তা দামের মধ্যে। এই সস্তা দামের মধ্যে গাড়ি বিক্রি করার যদিও তার কাছে একটা বড় কারণ রয়েছে। অভিষেক বচ্চন থেকে শুরু করে সবাই অমিতাভ বচ্চনের এই সিদ্ধান্তে অত্যন্ত দুঃখিত। কিন্তু কেন হঠাৎ করে অমিতাভ বচ্চন এভাবে নিজের গাড়ি বিক্রি করছেন?

আরও পড়ুন -  ‘কালা পাত্থার’ ৪২ বছরের স্মৃতিচারণায় অমিতাভ বললেন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা

অমিতাভ বচ্চন, বলিউড দুনিয়ার এমন একজন তারকা যাকে নতুন করে কোন পরিচয় দিতে হয় না। একের পর এক হিট ছবি করে বলিউডে একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন অমিতাভ বচ্চন। সত্তর এবং আশির দশকে অ্যাকশন সিনেমা করে, এবং তার পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অথচ সিরিয়াস চরিত্রে অভিনয় করে, অমিতাভ বচ্চন নিজের একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন বলিউডে।

আরও পড়ুন -  Vande Bharat Sleeper: স্লিপার কোচ বন্দে ভারত ট্রেন চলবে এই জেলায়

 সম্প্রতি অমিতাভ বচ্চনকে নিয়ে একটা বড় খবর সামনে এসেছে, যেখানে জানা যাচ্ছে অমিতাব বচ্চন নিজের অত্যন্ত পছন্দের এবং বেশ দামী একটি গাড়ি বিক্রি করে দিতে চলেছেন।

এই গাড়িটির নাম হলো মার্সিডিজ এস ক্লাস। এই গাড়িটি বিদেশের গাড়ি এবং যখন অমিতাভ বচ্চন এই গাড়িটি কে কিনেছিলেন তখন তার দাম ছিল প্রায় এক কোটি টাকারও বেশি। কিন্তু এখন অমিতাভ বচ্চন মাত্র ৩০ লক্ষ টাকায় এই গাড়িটি বিক্রি করে দিতে চাইছেন। আপনাদের জানিয়ে রাখি, অমিতাভ বচ্চন যদিও নিজের ইচ্ছাতে এরকম ভাবে গাড়ি বিক্রি করছেন না। আপনারা হয়তো অনেকেই জানেন, যদি আপনি একটি গাড়ি ১৫ বছর ধরে চালান তাহলে আবারও নতুন করে গাড়ির আর-সি তৈরি করতে হয় এবং গাড়ির দাম অনেকটা কমে যায়।

আরও পড়ুন -  Pakistan Heavy Rains: পাকিস্তানে নিহত ৭৭, প্রবল বর্ষণে