33 C
Kolkata
Friday, March 29, 2024

Risk: ঝুঁকিতে গুগল ক্রোম ব্রাউজার

Must Read

 ব্রাউজার গুগল ক্রোমে ১৩টি সমস্যা ধরা পড়েছে। এর মধ্যে ৮টি ইউজারদের জন্য ঝুঁকিপূর্ণ। গুগল তাদের অফিসিয়াল ক্রোম ব্লগে এ তথ্য জানিয়েছে।

গুগল জানায়, ক্রোমে ১৩টি সমস্যা দেখা দিয়েছে। এগুলো উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স ও ম্যাকওএস-এর জন্য ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন -  Om-Rekha: ওম পুরী-রেখা, অন্তরঙ্গ দৃশ্য জীবন্ত করতে এই কাজটা করেছিলেন !

 মুক্তি পেতে ইউজারদের ক্রোমের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করার পরামর্শ দিয়েছে বিভিন্ন আইটি ফার্ম। অথবা সফটওয়্যারটি আপডেট করে নিতে হবে।

  জানার উপায়ঃ

ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে ক্লিক করুন। এখানে এক্সিট ও ম্যানেজ ইওর অ্যাকাউন্ট অপশন পাবেন।

আরও পড়ুন -  Elon Musk: এলন মাস্ক অস্বীকার করেছেন, গুগলের সহ-প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা

 সেটিংস অপশন খুঁজে পাবেন। এরপর হেল্পে ক্লিক করলে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনটি পেয়ে যাবেন। সেখানেই দেখতে পাবেন ক্রোম ভার্সনটি। 9101.0.4951.41- এই ভার্সন খুঁজে পেলে সফটওয়্যারটি আপডেট করে নিন।

আরও পড়ুন -  গুগল সুখবর দিয়েছেন এআই ব্যবহারকারীদের জন্য

যদি সেখানে নতুন ভার্সনটি খুঁজে না পান তবে ‘অ্যাবাউট গুগল ক্রোম’-এর পরে আপডেটের অপশনটি খুঁজুন। ব্যাস, নতুন ভার্সন আপডেট করে ক্রোম রিস্টার্ট করুন।

Latest News

Weather Forecast: প্রবল দুর্যোগ জেলায় জেলায় শনিবার থেকে, আজ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া

প্রবল দুর্যোগ জেলায় জেলায় শনিবার থেকে। মার্চের শেষে শীত উধাও হয়েছে এই বাংলা থেকে। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে থেকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img