Dawn Three: ১৯৭৮ সালের পর, ‘ডন থ্রি’-তে থাকছে, এক ঝাঁক তারকা !

Published By: Khabar India Online | Published On:

 ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রা বারোট পরিচালিত ‘ডন’ ছবিটি, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। ছবিটিকে ঘিরে আজও দর্শক আগ্রহ থাকায় ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে এর রিমেক বানিয়েছিলেন ফারহান আখতার। রিমেক ছবিটিও সবার মন জয় করেছিল। ফারহান আবার সাহস করে এরই সিক্যুইল নির্মাণ করেছিলেন। ২০১১ সালে ‘ডন’-এর সিক্যুইল ভালো সাড়া ফেলেছিল। এবার ‘ডন’ ছবির তৃতীয় ভাগ আসতে চলেছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন -  গ্রেপ্তার শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রা,পর্ন ছবি বানানোর অভিযোগে !

 জাতীয় পত্রিকার খবর, এই ছবির তৃতীয় পর্বে দুই বলিউড মহা তারকাকে একসঙ্গে দেখা যাবে। দুই তারকা হলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।

অমিতাভ বচ্চন টুইটারে এক সাদা-কালো ছবি পোস্ট করেছিলেন। এই ছবিতে দেখা গেছে, বিগ বির ‘ডন’ ছবি দেখার জন্য সিনেমাহলের বাইরে অগ্রিম টিকিট বুকিংয়ের দীর্ঘ লাইন। অমিতাভের আর একটি পোস্টও এই গুঞ্জনকে আরও উসকে দেয়। বিগ বির পোস্ট করা ছবিতে দেখা গেছে যে শাহরুখের সঙ্গে কথা বলতে বলতে তিনি ‘ডন’ ছবির পোস্টারে স্বাক্ষর করছেন।

আরও পড়ুন -  Amitabh-Jaya: ৪৯ বছর পুরনো প্রথম ছবির স্মৃতিচারণ করলেন বিগ বি, ভালোবাসায় ভরে গেল

 ‘ডন থ্রি’-তে নাকি শাহরুখ আর কাজলের জুটিকে আবার দেখা যাবে। এই গুঞ্জনের পেছনে আসল কারণ হলো কাজলের পোস্ট করা এক ছবি। এই ছবিতে কাজলকে সাদা রঙের জাম্প স্যুটে দেখা গেছে। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ম্যায় হুঁ ডন, ম্যায় হুঁ ডন…ম্যায় হুঁ ম্যায় হুঁ ম্যায় হুঁ ডন’।

আরও পড়ুন -  KIFF: বাতিল চলচ্চিত্র উৎসব, করোনায় আক্রান্ত আয়োজক কমিটির একাধিক সদস্যরা

‘ডন থ্রি’র চিত্রনাট্য লেখার কাজ এখানো চলছে বলে খবর। ফারহান জোর কদমে এই ছবির চিত্রনাট্য লিখছেন। শোনা যাচ্ছে, তাকে এ ব্যাপারে সাহায্য করছেন বাবা জাভেদ আখতার।