Sai Pallavi: অভিনেত্রী এবার থেকে বুঝেশুনে মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন

Published By: Khabar India Online | Published On:

 নূপুর শর্মা (Nupur Sharma) বিতর্কে উত্তাল গোটা দেশ। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বিশেষ কিছু কথা বলার কারণে বিতর্কে জড়ালেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল ধর্মীয় ভাবাবেগে আঘাত করার। তবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পল্লবী জানিয়েছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

আরও পড়ুন -  অভিনেত্রী লিখলেন, “প্লিজ, প্লিজ না। না মানে না। ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল, কি হয়েছে ?

পল্লবী জানিয়েছেন, একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি বামপন্থী না দক্ষিণপন্থী। তাঁর মতে, তিনি নিরপেক্ষ। পল্লবী মনে করেন, নিজেদের বিশ্বাসের কথা বলার আগে সবার আগে ভালো মানুষ হওয়া উচিত।

আরও পড়ুন -  Urfi Javed: উরফি সবুজ জালে আবদ্ধ হয়ে ক্যামেরার সামনে, অতিক্রম করলেন সীমা

সংখ্যালঘুদের সুরক্ষিত রাখা উচিত বলে মনে করেন পল্লবী। পল্লবী একজন এমবিবিএস। ফলে তিনি বলেছেন, পৃথিবীতে কারো প্রাণ নেওয়ার অধিকার অপর কারো নেই। তিনি চান না, এমন দিন আসুক, যেদিন কোনো শিশু জন্মানোর পর নিজের পরিচয় নিয়ে আতঙ্কিত হবে। এমন দিন যেন কখনও না আসে বলে কামনা পল্লবীর।

আরও পড়ুন -  প্রয়াত দুই জেলা সাংবাদিকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন ও দুঃস্থ শিশুদের বস্ত্র তুলে দেয় সাংবাদিকরা

পল্লবী স্পষ্ট জানিয়েছেন, তিনি কাশ্মীরি পন্ডিতদের ঘটনা ছোট করে দেখেন না। কিন্তু তাঁর কথার ভুল ব্যাখ্যা করার কারণে এই মুহূর্তে মানসিক চাপের সম্মুখীন হয়েছেন তিনি।