Pledge: পথ নাটকের মাধ্যমে রক্তদানের অঙ্গীকার, বিশ্ব রক্তদাতা দিবসে

Published By: Khabar India Online | Published On:

পথ নাটকের মাধ্যমে রক্তদানের অঙ্গীকার বিশ্ব রক্তদাতা দিবসে।

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ   কোভিড কালে রক্তের আকাল দেখেছে সারা দেশ। বিশেষ করে সমস্যায় পড়তে হয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের। বিগত কয়েকদিনে আবার বাড়তে শুরু করেছে কোভিডে আক্রান্তের সংখা। এই পরিস্থিতিতে যাতে আর রক্তের আকাল তৈরি না হয় তাই আজাদিকা অমৃত মহোৎসবে অভিনব কায়দায় রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন দিল্লির ন্যাশানাল স্কুল অফ ড্রামা।

আরও পড়ুন -  FD-তে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, ব্যাঙ্কের তালিকা দেখে নিন

১৪ জুন দিনটি সারা বিশ্ব জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালিত হয়।

আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে এই দিন ন্যাশানাল স্কুল অফ ড্রামার উদ্যোগে সারা দেশের  ২২ টি রাজ্যের ২৫ টি নাট্যদল ভারত বর্ষের ৭৫ টি জায়গায় ‘রক্তদান মহৎ দান’ এই স্লোগানে মানুষকে সচেতন করতে পথ নাটকের আয়োজন করল।

আরও পড়ুন -  নিঃশব্দে নৌ-জাহাজ বিধ্বংসকারী ভারতীয় নৌবাহিনীর আইএনএস চেন্নাই থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা

কলকাতার এস এস কে এম হাসপাতাল, হাওড়া স্টেশন ও বাগবাজারে গিরিশ মঞ্চের কাছে বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে রক্তদান মহৎ দান এর প্রচারে পথ নাটক অনুষ্ঠিত হয়।
বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন মানুষের মধ্য রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ।

আরও পড়ুন -  Sophie Choudry: পারদ চড়ালেন সোফি চৌধুরী, সুইমিং পুলে, মুগ্ধ সকলে