Ritwik Roshan: প্রশংসায় পঞ্চমুখ ঋত্বিক ‘প্রেমিকা’ সাবার গান মুক্তি পেয়েছে

Published By: Khabar India Online | Published On:

বলিউড তারকা ঋত্বিক রোশান ও সাবা আজাদের প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরে। বি টাউনের হাওয়ায় ভাসে তাদের ভালবাসার গল্প। প্রেমে মশগুল দু’জনে। কখনও হাতে হাত, কখনও পরিবারের সঙ্গে আড্ডাতেও খুব কাছাকাছি। সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও লুকোছাপাও নেই।

আরও পড়ুন -  Sri Lanka: শ্রীলঙ্কার সিরিজ জয়

‘বিক্রম বেদ’-এর নায়ককে নিয়ে বরাবরই উচ্ছ্বসিত অনুরাগী মহল। সেই ঋত্বিকই এ বার নিজে ভাসলেন বাঁধভাঙা উচ্ছ্বাসে। ‘প্রেমিকা’ সাবা আজাদ গায়িকা-অভিনেত্রী। ১৭ জুন মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আই হিয়ার ইয়োর ভয়েস’। বান্ধবীর গানে মোহিত রাকেশ রোশনের পুত্র। প্রশংসায় পঞ্চমুখ নায়ক। সেই ভাল লাগা, উল্লাস সবটাই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

আরও পড়ুন -  'ভ্যাকসিন মৈত্রী' নীতি যাতে বাধাহীন হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

ইতিমধ্যে রোশান পরিবারের সঙ্গে সাবার সম্পর্ক দিনে-দিনে আরও মজবুত হয়েছে। ঋত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও তার বেশ বন্ধুত্ব। তবে কি খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাবা-ঋত্বিক? বলিপাড়ার অলিগলিতে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন।

আরও পড়ুন -  Sana Ganguly: কন্যা সানাকে ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সৌরভের