Mother: পা ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মায়ের শতবর্ষে

Published By: Khabar India Online | Published On:

মা হিরাবেন মোদির জন্মদিনে তার পা ধুয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার গুজরাট রাজ্যের গান্ধীনগরে মায়ের বাসভবনে যান নরেন্দ্র মোদি। সেখানে মায়ের পা ধুয়ে দিয়ে আশীর্বাদ নেন তিনি। ১৯২৩ সালের ১৮ জুন হিরাবেন মোদি জন্মগ্রহণ করেন। আজ তিনি ১০০ বছরে পা রেখেছেন। জন্মদিনে আশীর্বাদ নেয়ার পর মোদি তার মাকে নিয়ে আবেগঘন একটি লেখা লেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা শেয়ারও করেন তিনি।

আরও পড়ুন -  Rani Mukherjee: রানি আবার কি মা হচ্ছেন?

মোদি লিখেছেন, মা নিছক একটি শব্দ নয়। মা শব্দের সঙ্গে আবেগ জড়িত। আজ ১৮ জুন আমার মা হিরাবেন ১০০ বছরে পা রেখেছেন। এই বিশেষ দিনে আমি মায়ের প্রতি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

টুইটে শেয়ার করা মোদির ওই লেখায় আরও রয়েছে, আমার মা হিরাবেন শতবর্ষে পদার্পণ করেছেন। আজ, আমি অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান। আমার বাবা বেঁচে থাকলে তিনিও গত সপ্তাহে তার শততম জন্মদিন উদ্‌যাপন করতেন। ২০২২ একটি বিশেষ বছর। কারণ, আমার মায়ের শতবর্ষী বছর শুরু হচ্ছে এবং আমার প্রয়াত বাবা তার শতবর্ষ পূর্ণ করবেন।

আরও পড়ুন -  Shiva Pujo: প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সোমবার মালদা শহরের ওয়ার্ডে ওয়ার্ডে শিব পুজো