Dipanwita Rakshit: নতুন ব্যবসা শুরু খুকুমণির, ওরফে দীপান্বিতা রক্ষিত

Published By: Khabar India Online | Published On:

 কিছু মাস ধরে রমরমিয়ে চলে ‘খুকুমণি’র ধুন্ধুমার কাহিনী। সেই ডায়লগ ‘পেঁপে দিয়ে চেপে, হামানদিস্তায় ছেঁচে…!’ ইত্যাদি ইত্যাদি, সবটাই এখন অতীত। কারণ, সেই ধারাবাহিক শেষ। তাহলে অভিনেত্রী করছেন কি?

টেলি ধারাবাহিক জগতে একের পর এক ধারাবাহিক আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে কাজ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। আবার কেউ কেউ অন্য পথ বেছে নিচ্ছেন।

আরও পড়ুন -  Suhana Birthday: শুভেচ্ছা শাহরুখ-গৌরীর, সুহানার জন্মদিনে

অনেকেই লড়াইয়ে হেরে গিয়ে অত্যন্ত খারাপ পথ বেছে নিচ্ছেন। অভিনয় করতে আসা মানে পরপর লিড রোল চরিত্রে অভিনয় করে যেতেই হবে এমনটা নয়। অনেকেই আছেন অপেক্ষা করেন। কেউ ব্যবসা বাণিজ্য করেন, কেউ নাটক থিয়েটার করেন।

আরও পড়ুন -  Abroad: মালদার আম ও মধু বিদেশে পাঠাতে বিশেষ উদ্যোগ নিল মালদা কৃষিবিজ্ঞান কেন্দ্র

এখন কথা হচ্ছে বাংলার দর্শকদের ঘরের মেয়ে খুকুমণি ওরফে দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) সম্পর্কে। বেশ অনেকদিন হল ধারাবাহিক শেষ। তাহলে কি নতুন কাজের জন্য অপেক্ষা করছেন নাকি নতুন পথ খুঁজে পেয়েছেন?

আরও পড়ুন -  সর্টসার্কিট থেকে ভয়াভহ আগুন আবাসনে