মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ২৪ ঘণ্টায় ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালের পর থেকে জুন মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ (আইএমডি)।
আইএমডির তথ্যে দেখা গেছে, তারা রেকর্ড রাখা শুরু করার পর থেকে বিশ্বের অন্যতম বৃষ্টিবহুল শহর চেরাপুঞ্জিতে জুনের একদিনে এ পর্যন্ত নয়বার ৮০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।
আসামের গুয়াহাটিতে আইএমডির আঞ্চলিক কেন্দ্রের আবহাওয়া বিজ্ঞানী সুনিত দাস জানায়, চলতি মাসের শুক্রবার পর্যন্ত চেরাপুঞ্জিতে মোট ৪০৮১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিলো।
গত বুধবার সকাল সাড়ে ৮টায় শেষ হওয়া ২৪ ঘণ্টায় পূর্ব খাসিয়া পাহাড়ের এই ছোট শহরটিতে ৮১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
১৯৯৫ সালের ১৬ জুনে চেরাপুঞ্জিতে ১৫৬৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।