Swastika Mukherjee: ব্লাউজ ( blouses ) নিয়ে চর্চায় ‘শ্রীমতি’ স্বস্তিকা

Published By: Khabar India Online | Published On:

 সোশ্যাল মিডিয়ায় ইদানিং এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। মহিলাদের পোশাক নিয়ে অযথা কটুক্তি করা হচ্ছে। গ্রীষ্মের শুরুতে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) সরব হয়েছিলেন মহিলাদের সুইমসুট পরা নিয়ে। তিনি বলেছিলেন, ভারী চেহারার মহিলারাও অনায়াসেই সুইমসুট পরতে পারেন। এবার স্বস্তিকা মুখ খুললেন ব্যাকলেস ব্লাউজ নিয়ে।

আরও পড়ুন -  Swastika Mukherjee: নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, নামী স্কুলে মেয়েকে ভর্তি করার সময়

 নিজের আগামী ফিল্ম ‘শ্রীমতি’-র প্রচারে ব্যস্ত স্বস্তিকা। প্রোমোশনের ফাঁকে সাদা রঙের শাড়ি ও প্রিন্টেড ব্যাকলেস ব্লাউজে নিজের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন স্বস্তিকা। গরমের দাবদাহে সত্যিই এই ধরনের পোশাক যথেষ্ট আরাম দেয়।

পোশাকের সাথে মানানসই সিলভারের গয়না পরেছেন স্বস্তিকা। ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন, মহিলারা সকলেই শ্রীমতী। স্বস্তিকা মনে করেন, ব্যাকলেস ব্লাউজ পরার জন্য নির্দিষ্ট আকারের হওয়ার প্রয়োজন নেই। আত্মবিশ্বাসের সাথে ব্যাকলেস ব্লাউজ পরে ছবি তুলে এডিট ছাড়াই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরামর্শ দিয়েছেন স্বস্তিকা।

আরও পড়ুন -  এবার আসতে চলেছে, ‘মৌ বৌদি’! ঝুমাকে টপকিয়ে, হট বৌদির ভূমিকায় কে ?