Shivananda Baba: ১২৬ বছরের শিবানন্দ বাবাকে, সম্মানিত করা হবে রবীন্দ্রসদনে

Published By: Khabar India Online | Published On:

সম্মানিত করা হবে বিশ্বের সব থেকে বয়স্ক ব্যক্তি ১২৬ বছরের শিবানন্দ বাবাকে রবীন্দ্রসদন কলকাতা।

সত্যজিৎ চক্রবর্ত্তী, কলকাতাঃ   প্রেস ক্লাব কলকাতা এক সাংবাদিক সম্মেলনে জানালেন সিবানন্দ আশ্রমের প্রধান, আগামী ২৩শে জুন বৃহস্পতিবার বৈকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। সম্মাননার কারণ সিবানন্দ এমন একজন দীর্ঘ জীবনে মানুষের কাজ করে গেছে নিজের জন্য কিছুই নেই বর্তমানে তার পরিবার বলে কেউ নেই।

আরও পড়ুন -  মেট্রো থেকে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা, স্ত্রীকে হত্যার পর

গত ২১শে মার্চ, ২০২২ স্বামী সিবানন্দ বাবা ভারতের রাষ্ট্রপতি তাকে পদ্মশ্রী প্ৰদান করেন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি নিজে তার হাতে সম্মান পত্র তুলে দেন। একজন লিজেন্ট যোগী হিসাবে আইইএ বুক অফ ওয়ার্ডে নথিভুক্ত করা হয়েছে ১০ই এপ্রিল ২০২২, “World’s Oldest Man” by Worldwide Book of Records on 1st April, 2022 এমন বহু সম্মানে ভূষিত হয়েছে। সেই কারণে আশ্রম কতৃপক্ষ এক অভিনব সম্মানে ভূষিত করবে রবীন্দ্র সদনে।

আরও পড়ুন -  নো চিন্তা, পুজোয় গঙ্গায় ইলিশের ঝাঁকের আশা করছেন মৎস্যজীবীরা