HS: নিজেই পড়াশোনার পাশাপাশি, গৃহশিক্ষকতা করে সর্বকালীন রেকর্ড করেছে রনি !

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   নব গঠিত ক্রান্তি পঞ্চায়েত সমিতি ও রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার পেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র রনি ঘোষকে সম্বর্ধনা জানানো হইলো। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল মোতালেব, 93.80 শতাংশ প্রাপ্ত নম্বর স্থানাধিকারী রনি ঘোষকে সম্বর্ধনা জানালেন।

আরও পড়ুন -  Elon Musk: এলন মাস্ক অস্বীকার করেছেন, গুগলের সহ-প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা

রনি ঘোষের প্রাপ্ত 469 নম্বরের মধ্যে বাংলায় 95, ইংরেজি 88, ভূগোল 95, ইতিহাস 97, রাষ্ট্রবিজ্ঞান 80, সংস্কৃত 94 নম্বর পেয়ে বিদ্যালয় এর মধ্যে সর্বকালীন রেকর্ড করেছে। রনির মা বিনতা ঘোষ জানালেন, রনি বাবা একজন চা বাগানের গাড়ী চালক, আমি গৃহ কাজ করি, বাবা আয়ে পরিবার চালানোর পরে রনির পড়াশুনো খরচ চালানো বাবার খুবই অসুবিধা হতো ,রনি নিজেই পড়াশোনার পাশাপাশি গৃহশিক্ষকতা করে নিজের পড়াশোনার খরচ চালাত। তাদের পরিবারে ছেলে এহেন সাফল্যে এখন খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন বাবা-মা। কি করে রনি ঘোষের পড়াশুনো তারা চালিয়ে যাবেন? ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও রাজাডাঙ্গা প্রধান আব্দুল মোতালেব রনি ঘোষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এদিন সভাপতি পঞ্চানন রায়, প্রধান আব্দুল মোতালেব ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য কর্মদক্ষ অপর্ণা পারভীন, পঞ্চায়েত সদস্য মিন্টু রায়, রাজাডাঙ্গা ধ্রুবতারা সংঘের সভানেত্রী প্রভাতী রায় প্রমুখ।

আরও পড়ুন -  Pakistan Prime Minister: অনাস্থা ভোটের মাধ্যমে ভাগ্য নির্ধারণ, প্রধানমন্ত্রী ইমরান খানের