Hrithik Roshan: কাছের মানুষকে হারিয়ে শোকোস্তব্ধ হৃত্বিক রোশান !

Published By: Khabar India Online | Published On:

ইদানিং রোশান পরিবারে চলছিল খুশির আমেজ। হঠাৎ করেই শোকের ছায়া ঘনিয়ে এলো বৃহস্পতিবার মধ্যরাতে খুব কাছের মানুষকে হারালেন হৃত্বিক রোশান।

বৃহস্পতিবার রাত ৩’টে নাগাদ অভিনেতার দিদা পদ্মা রানি ওমপ্রকাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে গিয়েছেন। জানা গেছে, গত দু’বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

আরও পড়ুন -  Sushant Singh Rajput : রাখী বন্ধন উৎসবের দিন প্রিয় ভাইকে মিস করছেন বড় দিদি শ্বেতা, শৈশবের অদেখা ছবি পোস্ট

অভিনেতার ছোটবেলার অনেকটা সময় কেটেছে তার সাথে। দিদার পাশাপাশি ছোটবেলার অনেক স্মৃতি হারালেন অভিনেতা নিজেও। আপাতত, শোকের ছায়া নেমে এসেছে গোটা রোশান পরিবারে।

২০১৯ সালে জে ওমপ্রকাশ প্রয়াত হয়েছেন। তিনি বলিউডের নামজাদা পরিচালক ছিলেন। সম্পর্কে অভিনেতার দাদু ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তার মৃত্যুর পর থেকেই অভিনেতার দিদা রোশান পরিবারের সাথেই থাকতেন। তবে হঠাৎ করেই তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না রোশান পরিবার। ইতিমধ্যেই, অভিনেতার ভক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শোকপ্রকাশ জানিয়েছেন।

আরও পড়ুন -  দিদি - ভাইপোর সরকারে বিকাশ আটকে রয়েছেঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী