Monalisa: হট ! কালো টপ-ছোট জিন্স, নেটিজেনদের ঘুম কাড়লেন মোনালিসা

Published By: Khabar India Online | Published On:

 অনুরাগীদের সঙ্গে নিত্য যোগাযোগে ধরে রাখার জন্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া উপযুক্ত মধ্যম। ছবি, ভিডিও, রিল, লাইক ও কমেন্টের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে জুড়ে থাকা। আজকের দিনে সোশ্যাল মিডিয়া হল সবথেকে শক্তিশালী মাধ্যম। এই মাধ্যমের হাত ধরেই সেলিব্রিটিরা এখন রাজা। সাধারণ মানুষও কম যান না। তারাও এই প্ল্যাটফর্ম ধরেই হয়ে উঠছেন লোকাল সেলিব্রিটি।

আরও পড়ুন -  VIDEO: মোনালিসা এমন কাজ করলেন পবন সিংয়ের সঙ্গে, আড়াল থেকে দেখলেন অক্ষরা সিং

 ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ক্রেজ প্রসঙ্গে। মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস একজন বাঙালি।যদিও তিনি ভোজপুরী ইন্ডাস্ট্রির একজন পাকা খেলোয়াড়। স‌ংস্কৃতে স্নাতক এই মেয়েটি বলিউডে পা রাখেন ‘ব্ল্যাকমেল’ ছবি দিয়ে।

আরও পড়ুন -  Singapore: সিঙ্গাপুর রাশিয়ার বিরুদ্ধে, নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে

 বিগ বস ১০ এর ঘরে প্রতিযোগী হয়ে যান। একে একে অনেকে চিনতে শুরু করে মোনালিসাকে। তারপর, তিনি ওড়িয়া বিজ্ঞাপনী ছবি করেন। তখন থেকেই ভোজপুরী ইন্ডাস্ট্রির নজরে আসেন অন্তরা।

আরও পড়ুন -  শ্রীদেবী, তাঁর দুই মেয়েকে অন্তর্বাস পরতে মানা করতেন কেন? অভিনেত্রীর এই যুক্তি ছিল!

শুধু ভোজপুরী ইন্ডাস্ট্রিতে নয়, বেশ কিছু হিট হিন্দি ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন অন্তরা ওরফে মোনালিসা। এমনকি বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু তে তিনি ছিলেন হট অ্যান্ড বোল্ড ঝুমা বৌদি।