অষ্টম ভারত গৌরব অনন্যা সম্মান-২০২২ প্ৰদান, প্রেস ক্লাব কলকাতা

Published By: Khabar India Online | Published On:

অষ্টম ভারত গৌরব অনন্যা সম্মান-২০২২ প্ৰদান প্রেস ক্লাব কলকাতা।

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ   রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ার ইনস্টিটিউট অফ জার্নালিস এর পরিচালযায় কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল অষ্টম ভারত গৌরব অনন্যা সম্মান-২০২২, উক্ত অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন, টিভির কর্ণধার শান্তনু সিনহা, অভিনেত্রী ও গায়িকা পিঙ্কি ঘোষ, সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ-সভাপতি বি, এল, সঞ্জয় টাওয়ার, কালচারাল সম্পাদক মৌসুমী বর্ধন ও শুভ্রা নায়েক।

আরও পড়ুন -  Norway Nightclub: বন্দুক হামলা, নরওয়েতে নৈশক্লাবে, নিহত ২

অনুষ্ঠানে সম্পা বর্ধনের স্মৃতির উদ্দেশ্যে তাকে নিয়ে লেখা কবিতার বই “হৃদয় জুড়ে আছো তুমি” লিখেছেন অনুপকুমার বর্ধন। তার আনুষ্ঠানিক প্রকাশিত হয়।

সম্মান প্রাপকের হলেন, শান্তুনু সিনহা সেরা পরিচালক হিসাবে পেয়েছেন। প্রিয় মজুমদার, মাস্টার সেন্টু, সঙ্গীত পরিচালক দয়াল হরি মন্ডল, শুভ্রা নায়েক, শিক্ষাবিদ সন্দীপ সিংহ রায়, শ্রীলগ্না মিশ্র দেব ও গায়ক সুব্রত দাস।

আরও পড়ুন -  Lifestyle: পুরুষরা প্রেমিকা খোঁজার সময় এই লক্ষণ গুলো দেখেন

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন।