কেরিয়ারের প্রথম জীবন থেকে এখনও পর্যন্ত শ্রাবন্তী (Srabanti Chatterjee) একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। তার বয়স বেড়ে চলেছে, আবার গ্ল্যামারে ফুলে ফেঁপে উঠছেন। পেয়েছেন কটাক্ষ ও প্রশংসা। বেড়েছে কাজের ইচ্ছা। এর মধ্যে থেকেও শ্রাবন্তী যখন একটা ছবি বা ভিডিও পোস্ট করেন, সেটাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন - ‘Saki Saki’, এই সুন্দরী একটি রকিং ব্ল্যাক স্যুটে স্পটলাইট চুরি করে নিলেন, নেটদর্শকরা পাগল
হাতে এখন অনেক কাজ। মুক্তি পেয়েছে দুটি ছবি, ‘ভয় পেও না’ এবং ‘বিক্ষোভ’। আপাতত লন্ডনে রয়েছেন নতুন ছবির শ্যুটিং এর জন্য। ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায়ের সঙ্গে অভিনয় করছেন শ্রাবন্তী।
সম্প্রতি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে পাওয়া গেল নতুন স্টাইলে। এমনিতেই অভিনেত্রী যথেষ্ট স্টাইলিশ। আজকাল ছবির পাশাপাশি ফটোশ্যুট করছেন চুটিয়ে।