Padma Bridge: তৈরি হলো গান, স্বপ্নের ‘পদ্মা সেতু’

Published By: Khabar India Online | Published On:

 ‘পদ্মা সেতু’ চালু হতে যাচ্ছে আগামী ২৫ জুন। সেতু নিয়ে তৈরি হলো গান। যেখানে কণ্ঠ দিয়েছেন,জনপ্রিয় ছয় শিল্পী আঁখি আলমগীর, কোনাল, সাব্বির জামান, কিশোর, রাজীব ও ঝিলিক। শনিবার পদ্মা সেতু সংলগ্ন লোকেশনে গানটি দৃষ্টি নন্দন এক ভিডিওর শুটিং হয়েছে। সেখানে ছয় শিল্পীই অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন -  Train Cancelled: বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন, ২ সেপ্টেম্বর পর্যন্ত, হাওড়া ডিভিশনের

পদ্মা সেতু নিয়ে তৈরি গানটির কথাগুলো সাজানো এমনভাবে, ‘পদ্মা সেতুর বিজয়গাথা ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন/ কেমন করে এগিয়ে যেতে হয়’। গানটি লিখেছেন মোকাম আলী খান, সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার। বিটিভির উদ্যোগে নির্মিত ‘পদ্মা সেতু’ গানটি ভিডিও নির্মাণ করেন মাহবুবা ফেরদৌস। শিগগির গানটি প্রচার শুরু হবে বলে জানা যায়।

আরও পড়ুন -  Durga Pujo: শিব কৃষ্ণ দা পরিবার দুর্গাপূজা

কোনাল বলেন, সরকারীভাবে পদ্মা সেতু নিয়ে গান করার উদ্যোগের অংশ হতে পেরেও ইতিহাসের অংশ হতে পেরেছি বলে মনে করি। পদ্মা সেতুর পাশে গিয়ে যখন গানটির শুটিং করছিলাম তখন অন্যরকম অনুভূতি কাজ করছিল।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: আর্জেন্টিনা স্কোয়াডে পরিবর্তন, দুই তারকার বিশ্বকাপ শেষ

শিল্পী সাব্বির বলেন, পদ্মা সেতু আমাদের গর্বের বিষয়, এটা এখন প্রতীয়মান। শিল্পী হিসেবে পদ্মা সেতু নিয়ে গাইতে পেরেছি এটা আমার প্রাপ্তি। স্বপ্নের ‘পদ্মা সেতু’