Nusrat Jahan: রোদ্দুরে ফটোশ্যুট! অভিনেত্রীর গরমের স্টাইলিশ লুক

Published By: Khabar India Online | Published On:

মানুষ এককথায় নাজেহাল এই গরমে। এই গরমে ফটোশ্যুট করলেন সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। নুসরতের ছবি ঘিরে উষ্ণতার পারদ চড়ছে পুরুষ হৃদয়ে। ফ্ল্যাট অ্যবস, মেদহীন শরীরে নুসরতের প্রতিটি ছবিই দৃষ্টিনন্দন।

আরও পড়ুন -  Kiran Dutta: ‘বং গাই’ কিরণ দত্ত, শ্রাবন্তীর সঙ্গে প্রসেনজিতের মিল খুঁজে পেলেন, কি?

সোশ্যাল মিডিয়া থেকে যতই মন্তব্য আসুক, কটাক্ষ উঠে আসুক, অভিনেত্রী সেই সোশ্যাল মিডিয়াতেই বেশি থাকেন।

কেউ কমেন্ট বক্সে প্রশংসার ঝড় তোলেন, কেউ নিন্দার ঢেউ। কিন্তু, নুসরত দমে যাওয়ার পাত্রী নন।

আরও পড়ুন -  Nusrat Jahan: পরনে লেহেঙ্গা, সিঁথিতে সিঁদুর, কনের সাজে নুসরত