Legal Trouble: আইনি ঝামেলায় নয়নতারা, সবে বিয়ে করেছেন, কি হলো ?

Published By: Khabar India Online | Published On:

 দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক বিগনেশ শিবান বেশ ধূমধাম করে বিয়ে করেছেন। এরইমধ্যে আইনি মামলায় জড়িয়ে পড়লেন নবদম্পতি। মূলত বিয়ের পরেই হাতে হাত রেখে তিরুপতি মন্দিরে পৌঁছেছিলেন এই নব তারকা দম্পতি। সেই মন্দির চত্বরে জুতা পরে প্রবেশ করেন তারা, আর তাতেই বাধে বিপত্তি।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বিগনেশ জানিয়েছেন, ‘বিয়ের পর, আমরা বাড়ি না গিয়ে সোজা তিরুপতি মন্দিরে গিয়েছিলাম এবং এজুমালয়ানে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। এরপর মন্দির থেকে প্রচুর মানুষ বেরিয়ে এসে আমাদের ঘিরে ফেলে। তাই আমরা সেখান থেকে রওনা দিই। কিছুক্ষণ পর আবার এজুমালয়ান মন্দিরের সামনে আসি। আমরা তাড়াতাড়ি ফটোশুট শেষ করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ ভক্তরা আমাদের দেখলে আবার ঘিরে ফেলবে।’

আরও পড়ুন -  United States: চলতি বছরের ২৪ দিনে ৩৮ গুলির ঘটনায় নিহত ৬৮, যুক্তরাষ্ট্রে

একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এসবের মধ্যে আমরা পায়ের জুতোর দিকে নজর দিতে পারিনি। আমরা জুতা পরে হেঁটে ফেলেছি, আর ওই জায়গায় জুতা পরা নিষিদ্ধ ছিল। মন্দিরের নিয়ম লঙ্ঘনের জন্য ক্ষমাপ্রার্থী আমরা।’

আরও পড়ুন -  Samsung: স্যামসাং চিপ মার্কেটের দিকে নজর দিয়েছে

 তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের চিফ ভিজিলেন্স সিকিউরিটি অফিসার নরসিংহ কিশোরের অভিযোগ, নয়নতারা জুতা পরেই মন্দির চত্বরে ঘুরে বেড়িয়েছেন। মাদা স্ট্রিটে জুতা পরে হাঁটার অভিযোগ ওঠায় প্রবল বিতর্ক শুরু হয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তার দায়িত্বে থাকা ওই আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, ‘উনি (নয়নতারা) জুতা পরেই মাদা স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছিলেন। আমাদের নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখা মাত্র পদক্ষেপ করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে তারা (অভিনেত্রী এবং তার স্বামী) এখানে ছবি তুলছেন।’ উল্লেখ্য, তিরুপতি মন্দির চত্বরে ছবি তোলা নিষিদ্ধ।

আরও পড়ুন -  ছবি দেখলে বিশ্বাস করবেন না, Zeenat Aman বোল্ড ফটোশুট করলেন ৭১ বছর বয়সে

ইতোমধ্যেই বোর্ডের তরফে বিষয়টি নিয়ে নয়নতারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নরসিংহ কিশোরের কথায়, ‘আমরা নয়নতারার কাছে নোটিশ পাঠিয়েছি। তার সঙ্গে কথাও বলেছি। ভগবান বালাজির কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেবেন অভিনেত্রী। প্রেসের কাছেও পৌঁছে দেবেন ওই ভিডিওটি। তবু আমাদের তরফ থেকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’