Sandipta Sen: অভিনেত্রী সন্দীপ্তা সমুদ্রস্নানে মত্ত, গরম থেকে বাঁচতে শুনশান বিচে

Published By: Khabar India Online | Published On:

সন্দীপ্তা সেন (Sandipta Sen),  নৈসর্গিক প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করেন। শুটিংয়ের ফাঁকেও সময় বের করে পৌঁছেই যান সমুদ্রের ধারে। সম্প্রতি তাঁর একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন -  Sandipta Sen: সাদা শাড়িতে দারুন নেচে তাক লাগালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, ভিডিও হল ভাইরাল

ছবিটি শেয়ার করেছেন সন্দীপ্তা। ছবিটি তোলা হয়েছে ফিলিপিন্সের করনে সিওয়াইসি বিচে। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের সবুজ ঢেউয়ে সাঁতার কাটতে ব্যস্ত সন্দীপ্তা। আকাশের গায়ে যেন আঁকা আছে সবুজের আভা মেশানো একটুকরো পাহাড়। সন্দীপ্তার পরনে রয়েছে নীল রঙের সুইমসুট। ভেজা শরীরে রোদের ছোঁয়া। ‘ওয়ার্ল্ড ওশেন ডে’ উপলক্ষ্যে ছবিটি শেয়ার করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)