Sundarbans Coast: বিশ্ব পরিবেশ দিবসে, সুদূর সুন্দরবন উপকূল হেতালবাড়ি গ্রামে, ম্যানগ্রোভ গাছের চারা রোপণ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, সুন্দরবনঃ   বিশ্ব পরিবেশ দিবসে উপলক্ষে সুন্দরবন উপকূল থানার হেতালবাড়ি গ্রামে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করে মঙ্গলবার স্থানীয় মানুষজনকে উৎসাহিত করলেন এসপি বারুইপুর।

আরও পড়ুন -  ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেন বিরাট কোহলি, প্রকাশ করলেন কোচ

গত দুদিন আগে সর্বত্র পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। তারই রেশ ধরে মঙ্গলবার দুপুরে সুন্দরবন উপকূল থানার প্রত্যন্ত এলাকায় হেতালবাড়ি গ্রামে বাঁধের ধারে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হয়। এই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন চেঞ্জ ইনিশিএটিভ নামক সংস্থা।

আরও পড়ুন -  এ যাবৎ একদিনেই সুস্থতার হারে সর্বাধিক বৃদ্ধি; ৩৬ হাজারেরও বেশি রোগী আরোগ্যলাভ করেছেন