Jaya Ahsan: শোক প্রকাশের সাধ্য আমার নেইঃ অভিনেত্রী জয়া আহসান

Published By: Khabar India Online | Published On:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনে পুড়ে নিভে গেছে অনেক প্রাণ। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন শতাধিক মানুষ। এই অগ্নিকাণ্ডে শোকে স্তব্ধ গোটা দেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকা তাদের শোক প্রকাশ করছেন৷ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন নিজের মনের অবস্থাও।

আরও পড়ুন -  Life: নতুন অধ্যায়ে স্পর্শিয়া জীবনে

জয়া তার ফেসবুকে পেজে লেখেন, ‘সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটলো, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারবো, ততদিন অবধি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি?’

আরও পড়ুন -  Ricky: রিকি লাইটফুট, দৌড়ে ঘোড়াকে হারিয়ে দিয়েছেন !

‘সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে।’

ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের ঝুঁকি নিয়ে কাজ করার কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘এখনো পর্যন্ত সর্বগ্রাসী সেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন।’

আরও পড়ুন -  France: জেলেনস্কির সঙ্গে বৈঠকে মাখোঁ এবং শলৎস, ফ্রান্সে

সবশেষ এই অভিনেত্রী লেখেন, আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে।