Nayantara Wedding: নয়নতারার বিয়ে, ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা বিয়ের পিঁড়িতে। পাত্র নয়নতারার সাত বছরের প্রেমিক নির্মাতা পরিচালক বিগনেশ শিবন। খবরটি গুঞ্জনে সীমাবদ্ধ থাকলেও আজ বিয়ের খবর নিশ্চিত করেছে পরিচালক বিগনেশ শিবন। ৯ জুন তামিলনাড়ুর মহবালিপুরামের একটি রিসোর্টে বসবে নয়নতারা-বিগনেশের বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন -  2000 Currency Exchange: নোট বাতিলের বিশদ প্রক্রিয়া জেনে নিন, ২০০০ টাকার নোটবদল, ব্যাঙ্কে আজ থেকে

ইন্ডিয়া টুডেকে বিগনেশ শিবন জানিয়েছেন, ‘আমরা একটি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম। বেশ কিছু সমস্যা ছিল পরিবারকে তিরুপতিতে নিয়ে আসা কঠিন ছিল। তাই, আমরা বিয়ের স্থান পরিবর্তন করে মহাবালিপুরম করার সিদ্ধান্ত নিয়েছি।’

 এক প্রতিবেদনে জানা গেছে, নয়নতারা-বিগনেশের বিয়ে মহাবালিপুরমের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে। নির্ভরযোগ্য সূত্র অনুসারে, অনুষ্ঠানটি ভোর ৪ টা থেকে ৭ টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় থাকছে জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান।

আরও পড়ুন -  Sreemoyee Chattoraj: কাঞ্চনকে বিয়ের পরেই জবাব শ্রীময়ীর

পুরো বিয়ের অনুষ্ঠানের শুটিং হবে এবং যা সম্প্রচার হবে নেটফ্লিক্সে। পরিচালক গৌতম বাসুদেব মেনন বিবাহের দিকনির্দেশনা এবং নকশা দেখবেন, এটিই তথ্যচিত্রে প্রকাশ হবে। যদিও বিষয়টি এখনো গুঞ্জন সীমাবদ্ধ, আর এমনটা হলে দক্ষিণ চলচ্চিত্রে এটাই হতে যাচ্ছে প্রথম ঘটনা।

আরও পড়ুন -  Madhurima Basak: বিয়ের পিঁড়িতে শ্রেষ্ঠা ম্যাম

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান।