Swagatalakshmi Dasgupta: বৌভাতের অনুষ্ঠানে শিল্পীকে, ‘হু ইজ স্বাগতালক্ষ্মী?’

Published By: Khabar India Online | Published On:

Who is kk? আবার একই কথা শোনা গেছে। মৃত ব্যক্তিকে নিয়ে রূপঙ্কর যে শব্দ প্রয়োগ করেছেন তার খেসারত দিতে হচ্ছে বাকি শিল্পীদের, যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। এবার স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত (Swagatalakshmi Dasgupta)।

আরও পড়ুন -  ভূতের আতঙ্ক ! ভেসে আসছে বিভিন্ন ধরনের আওয়াজ, বন্ধ হয়ে যাচ্ছে দরজা !

রবীন্দ্রসঙ্গীত গায়িকির জগতে স্বাগতালক্ষ্মী একটি জনপ্রিয় নাম। এখনও পর্যন্ত তিনি গীতবিতানের সবকটি গান গেছেন। এক টানা ১৬৬ দিন একের পর এক গান ইউটিউবে আপলোড করে বিশ্বরেকর্ড করেছেন স্বাগতালক্ষ্মী। এই মানুষটিকে শুনতে হয় – “হু ইজ স্বাগতালক্ষ্মী?”

আরও পড়ুন -  Horoscope: আজ ৩১শে আগস্ট, রাশিফল পড়ুন

ঠিক কী হয়েছিলো ঘটনাস্থলে? বুধবার স্বর্ণাশিস মুখোপাধ্যায়ের বউভাতে নিমন্ত্রিত ছিলেন গায়িকা। সেখানে তিনি যাওয়া মাত্র প্রায় সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে দেখার জন্য, সেলফি নেওয়ার জন্য। এতেই রেগে যান নতুন বউয়ের মা। তিনি চিৎকার করে বলেন “হু ইজ স্বাগতালক্ষ্মী? বেরিয়ে যান এখান থেকে”। বাংলায় এখন এইটা নিয়ে চর্চা চলছে।

আরও পড়ুন -  Jojo Mukherjee: ফেসবুক পোস্টে ক্ষোভ জানালেন গায়িকা জোজো, বিভ্রান্তিকর তথ্য তাঁর সম্বন্ধে