নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ রাত পেরোলেই জামাই ষষ্ঠী, অন্যান্য ফলকে টেক্কা দিচ্ছে হিমসাগর।
আগামীকাল জামাই ষষ্ঠী। কব্জি ডুবিয়ে খাওয়ার দিন। মিষ্টি পায়েস ফল রকমারি মাছ জামাই ষষ্ঠীর দিনে এগুলোর চাহিদা তুঙ্গে থাকে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে চাহিদা তুঙ্গে বিভিন্ন ফলের। জামাই ষষ্ঠীতে রমরমা বাজার থাকে ফলের। বিগত দুই বছর করোনা পরিস্থিতির কারণে ফলের ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পড়ে যায়। ফলে এবার নিউ নরমাল স্বাভাবিক হওয়ায় বাজারে লাভের মুখ দেখছেন ফল বিক্রেতারা।
বিভিন্ন ফলের দোকানে ইতিমধ্যেই হাজির বিভিন্ন ধরণের আম, লিচু, আপেল সহ রকমারি ফলের বাহার। মূলত গরমের দাপট ও জামাই ষষ্ঠীতে চাহিদা সবচেয়ে বেশি লিচু আমের। আমের মধ্যে হিমসাগর আম ও ল্যাংড়া এই দুটি চাহিদা থাকে সবচেয়ে বেশি। এবছর আমের ফলন নিয়ে সমস্যা দেখা দেওয়ায় কারণে বাজারে বর্তমানে আমের দাম বেশি। জামাই ষষ্ঠীতে আমের দাম কোনো বালাই নেই। তবে এবারের জামাই ষষ্ঠীতে বাজার ভালো হবে বলেই আশা করছেন ফল ব্যবসায়ীরা।