KK: বিদায় জানালেন গুণমুগ্ধরা চোখের জলে কেকে-কে

Published By: Khabar India Online | Published On:

 এমনটা হয়ত আশীতত ছিল না। তবুও নিয়তির নিষ্ঠুর পরিহাসে প্রিয় গায়ক কেকে-কে হারাতে হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারসোভার শ্মশানে কেকে-কে চোখের জলে বিদায় জানালেন তার গুণমুগ্ধরা।

এদিন প্রয়াত বাবার পঞ্চভূতে বিলীন হলেন কেকে। বৃহস্পতিবার ভেজা চোখে বাবার মুখাগ্নি করেন ছেলে নকুল কুন্নাথ। এছাড়া অন্যান্য আচার পালন করতে দেখা যায় ছেলে নকুলকে।

আরও পড়ুন -  কান্নায় ভরে ওঠে শীতলক্ষ্যার পাড় !

চোখের জল কিছুতেই বাঁধ মানে না, চিতার সামনে ভেঙে পড়েন কেকের স্ত্রী। ছিলেন গায়কের পরিবারের অন্যান্য সদস্যরা।

মঙ্গলবার নজরুলমঞ্চে অনুষ্ঠান করার পর অসুস্থ বোধ করেন কেকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে গিয়ে ঘটে যায় অঘটন। তার ম্যানেজারের দাবি অনুয়ায়ী, হোটেলের ঘরে ঢুকে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন -  বসন্ত জাগ্রত দ্বারে....

নজরুলমঞ্চ থেকে যে হোটেলে তিনি ফিরেছিলেন সেই হোটেলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে লবিতে বেশ অসুস্থভাবেই হেঁটে যাচ্ছেন শিল্পী। কিন্তু লিফটে তাকে ঝুঁকে পড়তে দেখা গিয়েছে। পরে হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান। সূত্র: জি নিউজ

আরও পড়ুন -  "দা জোকার"- এর প্রিমিয়ার শো হলো নন্দন টু-তে