Ranbir Singh: বক্স অফিসে ব্যর্থ রণবীর সিং!

Published By: Khabar India Online | Published On:

 সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো যেন একের পর এক ব্যর্থতার মিছিল বলিউডে। কঙ্গনার ‘ধাকড়’ এবং আয়ুষ্মান খোরানার ‘অনেক’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

 তাদের পথ অনুসরণ করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ১৩ মে মুক্তি পায় তার সিনেমা ‘জয়েশভাই জোর্দার’। বহুল আলোচিত এ সিনেমাটি পারেনি ভক্তদের মন জয় করতে।

আরও পড়ুন -  Yash-Madhumita: চুপিসারে যশের সঙ্গে বিয়ে সেরে ফেললেন, মধুমিতা !

প্রথমদিনে সিনেমাটি আয় করেছে তিন কোটি টাকা। প্রথম দিকে ভালো আয় হলেও ধীরে ধীরে বক্স অফিসে দাপট কমে যায়। সিনেমাটি আশাহত করে নির্মাতাদের। মুক্তির দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে মাত্র ১৫ কোটি টাকা।

আরও পড়ুন -  Viral: রণবীর-দীপিকা ভাইরাল

প্রিয় অভিনেতার ছবি এমনভাবে হতাশ করবে তা ভাবেননি ভক্তরা। সিনেমাটি শুরুর দিকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েও ধারাবাহিকভাবে দর্শকদের আকৃষ্ট করতে পারেনি।

 ‘জয়েশভাই জর্দার’ বেশিরভাগ হল থেকেই নেমে গেছে। কিছু জায়গায় এখনও সিনেমাটি চলছে। তবে দর্শক সাড়া খুব কম।

আরও পড়ুন -  Deepika Padukone: ‘পাঠান’ লুক প্রকাশ্যে এলো, দীপিকার