Sidhu Moosewala: জনপ্রিয় পঞ্জাবি গায়ক সিধুর, আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু

Published By: Khabar India Online | Published On:

চারিদিক থেকে মৃত্যুর খবর বিধ্বস্ত করে দিচ্ছে মানুষকে। 2022 সাল ইতিমধ্যেই কেড়ে নিয়েছে বেশ কয়েকটি তরতাজা প্রাণকে। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন টলিউডের তিন অভিনেত্রী। ইতিমধ্যেই পঞ্জাবে ঘটল অঘটন। অজ্ঞাত আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন পঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালা (Sidhu Moosewala)।

আরও পড়ুন -  LPG Connection: বড় খবর এলপিজি গ্রাহকদের জন্য, এক্ষুনি জেনে নিন

29 শে মে, রবিবার, পঞ্জাবের মানসা শহরে এই ঘটনাটি ঘটে। কয়েকজন অজ্ঞাতপরিচয় আততায়ী এসে আচমকা গুলি চালালে সিধু সহ তিন জন ব্যক্তি গুলিবিদ্ধ হন। দ্রুত সিধুকে আশঙ্কাজনক অবস্থায় মানসার একটি হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু ঘটে। অপরদিকে বাকি তিনজন ব্যক্তিকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন -  মেদবহুল দম্পতিরা মিলনের সময়, এই বিষয়গুলির মাথায় রাখবেন

পঞ্জাব অ্যাসেম্বলি ইলেকশনে মানসা থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন সিধু। জয়ী হয়েছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী আপ প্রার্থী বিজয় সিংলা (Vijay Singla)। তাঁদের ভোটের ব্যবধান ছিল অনেকটাই। কিন্তু সম্প্রতি দূর্নীতির অভিযোগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann), বিজয় সিংলাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই 11 ই এপ্রিল সিধু ‘স্কেপগোট’ নামে একটি গান রিলিজ করেছেন।

আরও পড়ুন -  Prithvi Shaw: পৃথ্বী কান্ডে গ্রেপ্তার হওয়া রমনী কে? নাভিতে ট্যাটু, ফলোয়ার্স লক্ষাধিক ইনস্টায়!