Sunny Leone: ঘুম কাড়লেন সানি, কালো পোশাকে-র ছবি পোস্ট করে

Published By: Khabar India Online | Published On:

সানি লিওনি (Sunny Leone) ধীরে ধীরে মেলে ধরছেন। অতীত জীবনে ‘পর্ণ স্টার’ সানি যখন বলিউডে ডেবিউ করেন, তখন বহু প্রযোজক তাঁকে নিতে চাননি। সানি নিজেই এখন ব্র্যান্ড। তৈরি করেছেন তাঁর ক্লোদিং লাইন ও মেকআপ ব্র্যান্ড। সম্প্রতি তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন -  শ্রী ধর্মেন্দ্র প্রধান ফরিদাবাদে ইন্ডিয়ান অয়েলের গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

 ছবিতে সানির পরনে রয়েছে কালো রঙের ওয়ান শোল্ডার সাইড স্লিটেড গাউন। পায়ে রয়েছে কালো স্টিলেটো। স্মোকি আই ও হালকা লিপস্টিক সানির লুককে সম্পূর্ণ করেছে। এই সাজের সঙ্গে সানির চুল খোলা রয়েছে। গাউনটি সাইড স্লিটেড। ফলে তা একপাশে উড়ে দৃশ্যমান হয়েছে সানির পা। খোলা চুল সামলাতে সামলাতে পোজ দিয়েছেন সানি। জর্জিয়া অ্যান্দ্রিয়ানির পছন্দ হয়েছে সানির ছবি।

আরও পড়ুন -  মেডিটেশন

তিনি কালো রঙের হার্ট ইমোজি দিয়েছেন। অনুরাগীরাও পছন্দ করেছেন সানির ছবি।
সাম্প্রতিক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, তাঁকে এখনও অবধি ভারতের নামী কসমেটিক সংস্থাগুলি বিজ্ঞাপনে নিতে চান না। গর্ভনিরোধক বা কন্ডোমের বিজ্ঞাপন ছাড়া তাঁর কাছে কোনো বিজ্ঞাপনের অফার আসেনি। কেন তিনি জানেন না।

আরও পড়ুন -  VIRAL: স্বপ্না এই নাচ দিয়ে নিজের পরিচয় তৈরি করেছিলেন, ভিডিও দেখে পুরুষ ভক্তরা হয়েছে ঘায়েল