Manjusha Neogi: মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর, রহস্যমৃত্যু!

Published By: Khabar India Online | Published On:

 একই মাসে তিন তিনটে জ্বলন্ত প্রাণ আত্মহত্যার পথ বেছে নেন! পল্লবী, বিদিশার পর আরো একটি ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম মঞ্জুষা নিয়োগী (Manjusha Neogi)। পেশায় মডেল এবং বিদিশার (Bidisha De Majumdar) বান্ধবী।

আরও পড়ুন -  Sidharth Shukla: ময়না তদন্তে প্রকাশ, হৃদরোগেই সিদ্ধার্থের মৃত্যু !

মঞ্জুষা পেশায় মডেল এবং তিনি বিবাহিতা। মঞ্জুষা’র মা ও স্বামী চাইতেন মঞ্জুষা ঘরে থাকুক এবং খাওয়া দাওয়া করে সংসার করুক। কিন্তু তিনি কাজ করতে চাইতেন। নানান কারণে হাতে কাজ কমে যায়। তার জন্যেই কি সুইসাইড? মঞ্জুষা’র মায়ের দাবি, বান্ধবী বিদিশার মৃত্যুর ঘটনার পর থেকেই অবসাদে ছিলেন তিনি।  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই মডেল।

আরও পড়ুন -  PM Svanidhi Loan: গ্যারান্টি ছাড়াই ঋণ দিচ্ছে সরকার, এর সুবিধা কারা কারা পাবেন?