Amitabh-Smita: সারা রাত ঘুমোতে পারেননি স্মিতা পাতিল, জনপ্রিয় গান “আজ রাপ্ত যায়”

Published By: Khabar India Online | Published On:

বিগ বি অমিতাভের সঙ্গে যারাই অভিনয় করেছেন, প্রত্যেকেরই কম বেশি রাতের ঘুম উড়েছে। তার চাহনিতে কাত বহু নারীর হৃদয়। সম্প্রতি, অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সহ অম্বরীশ ভট্টাচার্য।

তবে যার রাতের ঘুম উড়েছে তিনি টলিউডের কেউ নন। তিনি হলেন বলিউডের এক প্রভাবশালী অভিনেত্রী। অভিনেত্রী স্মিতা পাতিল বহু সিনেমা করেছেন, কিন্তু বিগ বি’র সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা অনেকটা আলাদা।

আরও পড়ুন -  Omicron: ‘ঠাণ্ডার ভাইরাসের যোগ’, নতুন তথ্যে, ওমিক্রন

 ১৯৮২ সালের,সেইসময় অন্তরঙ্গ দৃশ্য সিনেমায় কম দেখানো হত। গানের দৃশ্যে হালকা মাখো মাখো দৃশ্য থাকলেও গোটা সিনেমা পরিবারের সঙ্গে বসেই উপভোগ করা যেত। কিন্তু, সেই সময় শ্যুটিং চলছিল ছবি ‘নমক হালাল’ এর। অভিনয়ে ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন ও অভিনেত্রী স্মিতা পাতিল।

আরও পড়ুন -  Parimony-Raj: কী উপহার পেলেন রাজ? পরীমনির কাছ থেকে, প্রথম বিবাহবার্ষিকীতে

গানের দৃশ্যে রয়েছে অন্তরঙ্গ গরম মুহূর্ত। শ্যুট চলছে জনপ্রিয় গান হল “আজ রাপ্ত যায়” এর। ব্যাস, গান তো হিট, কিন্তু ওই শ্যুট করার পর সারারাত ঘুমোতে পারেননি অভিনেত্রী। এমনটাই জানান এক সাক্ষাৎকারে।

আরও পড়ুন -  East West Metro: জোর কদমে শুরু মেট্রোর কাজ ওয়েলিংটন-বউবাজার এলাকায়, ৮ মাসের জন্য বন্ধ যান চলাচল