Urfi Javed: ফের অদ্ভুত পোশাকে উর্ফি

Published By: Khabar India Online | Published On:

 উর্ফি জাভেদ।

পোশাকের দিক থেকে ম্যাডাম উর্ফি এক্কেবারে ইউনিক। যেভাবে ড্রেস নিয়ে এক্সপেরিমেন্ট করছেন তাতে করে আচ্ছা আচ্ছা ফ্যাশন ডিজাইনার ফেল করে যাবে উর্ফি’র আইডিয়ার কাছে।

আরও পড়ুন -  নিচে তাকালে দেখা যাচ্ছে অন্তর্বাস, ট্রান্সপারেন্ট ড্রাগন পোশাকে আবার অদ্ভুত ফ্যাশন নিয়ে এলেন Urfi Javed

এবারে তিনি সেজেছেন কাঁচ দিয়ে। একটুও ভয় নেই কেটে যাওয়ার। নরম চামড়ায় কাঁচ একবার গেঁথে গেলে স্টাইল সব শেষ। কিন্তু, ম্যাডাম একেবারেই ভয়হীন ভাবে গটগট করে হেঁটে চলে যাচ্ছেন। আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারছেন না শেষে কিনা কাঁচ!!!সেফটি পিন হল, নিম্নাঙ্গে ফিনফিনে কাপড় হল, এরপরে কাঁচ।

আরও পড়ুন -  বিজেপির দেশভক্ত নয়, দেশদ্রোহী বলেন টিএমসির জেলা সভাপতি দিলীপ যাদব