Long March: ইমরান খানের লংমার্চ, ২৫ মে ইসলামাবাদে

Published By: Khabar India Online | Published On:

 তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জিয়ো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বহুল প্রতীক্ষিত এই লংমার্চ হবে ২৫ মে স্থানীয় সময় বেলা তিনটে। শ্রীনগর হাইওয়েতে এদিন দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করবেন ইমরান।

সোমবার পেশোয়ারে পিটিআইয়ের মূল কমিটির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন,  ইমরান খান। শাহ মাহমুদ কুরেশি, মাহমুদ খানসহ দলের অন্য নেতারা এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন।

আরও পড়ুন -  Gold Price Today: আবার বদলে গেল সোনার দরদাম, এখন কলকাতায় বাজারদর কত হয়েছে?

সংবাদ সম্মেলনের পর টুইট করে ইমরান খান তার অনুসারীদের বলেন, লংমার্চে তিনি ‘পুরো জাতিকে ইসলামাবাদে দেখতে চান।’ তিনি নিজেই পেশোয়ার থেকে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন -  Jagaddhatri: ‘জগদ্ধাত্রী’-র আগমনে বন্ধ হচ্ছে মেগা সিরিয়াল, জি বাংলায় আসছে

সংবাদ সম্মেলনে ইমরান নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংসদ বিলুপ্তিরও আহ্বান জানান। দেশের সেনাবাহিনীকেও নিরপেক্ষ থাকার প্রতিজ্ঞায় অটল থাকার বার্তা দেন।

সব শ্রেণি–পেশার মানুষ লংমার্চে যোগ দেবেন, লংমার্চের দিন যতক্ষণ প্রয়োজন হবে, তিনি ইসলামাবাদে থাকবেন বলেও জানান ইমরান।

আরও পড়ুন -  ওএসডি করা হলো বিচারক হুমায়ুন দিলাওয়ারকে, ইমরানকে কারাবাসের সাজা দেয়া বিচারক

তিনি বলেন, আমরা জীবন দেব কিন্তু এই চোর তথা বিদেশি তল্পিবাহকদের দেশ শাসন করতে দেব না। এছাড়া নিজের দল পিটিআইকে সব সময় শান্তিপ্রিয় দল বলে অভিহিত করেন তিনি।

ইমরান বলেন, এটা রাজনীতি নয়, জিহাদ। যদি তারা (সরকার) লংমার্চ ঠেকানোর চেষ্টা করে, সেটা হবে বেআইনি। সেটা হলে আমরা পদক্ষেপ নেব।