Dadagiri: সৌরভ-ডোনা, ‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালেতে নাচলেন

Published By: Khabar India Online | Published On:

 ‘দাদাগিরি’। ৯ নম্বর সিজনের গ্র্যান্ড ফিনালের শুটিং শেষ হলো শুক্রবার। এই আসরের চূড়ান্ত পর্বে থাকছে বড় চমক। ডোনার সঙ্গে এই প্রথম প্রকাশ্যে নাচবেন সৌরভ গাঙ্গুলি! শুধু তাই নয়,আছে প্রসেনজিৎ চ্যাটার্জিও।

 ‘দাদাগিরি’র ফিনালেতে নাকি অজয় দেবগণ এবং কাজল আসবেন। সময় এবং শ্যুটের তারিখ না মেলায় অনুষ্ঠানে সামান্য বদল আনেন তার পরিচালক।

আরও পড়ুন -  রাশিয়ান বউ-র প্রশ্নে হতবাক সৌরভ, ‘মেয়ে সানা বিদেশি বিয়ে করলে কী করবে’ ভিডিও ভাইরাল

পরিচালক গণমাধ্যমে জানিয়েছেন, এই প্রথম প্রকাশ্যে মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে চলেছেন সৌরভ-ডোনা গঙ্গোপাধ্যায়! ডোনাকে নিয়ে তিনি দুলবেন বলিউডি কায়দায়, ‘আঁখো মে তেরি আজব সি আজব সি আদায়েঁ হ্যায়’-এর সঙ্গে। এর আগে একাধিক বার সৌরভ জানিয়েছেন, তিনি শাহরুখ খানের অনুরাগী। তাই সুযোগ মিলতেই কিং খান অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির গান বাছা হয়েছিল ‘দাদা’র জন্য।

আরও পড়ুন -  Power Consumption: পরিবেশ বান্ধব জ্বালানী ক্ষেত্রে ভারতের জোরালো অঙ্গীকার

শুভঙ্করের কথায়, ‘‘বাংলার প্রায় সমস্ত তারকা গায়কই গাইবেন অনুষ্ঠানে। প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোন জেলা শেষ হাসি হাসবে? সেটা তোলা থাক শো সম্প্রচারের দিনের জন্য।’’

আরও পড়ুন -  Dadagiri: সুদীপার নয়নের মনি আদিদেব, সৌরভের সাথে দাদাগিরি !

 সৌরভ-ডোনাই নন। অনুষ্ঠানে থাকছেন আর এক জনও। স্বয়ং টলিউডের ‘ইন্ডাস্ট্রি’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

নতুন সিজন কবে? পরিচালকের দাবি, এত দিন টানা শ্যুটের পরে সবাই ক্লান্ত। আপাতত কয়েক দিন বিশ্রাম।