এমবাপ্পের হ্যাটট্রিক

Published By: Khabar India Online | Published On:

 নতুন কোনো দলে নয়, পিএসজির হয়েই মাঠ কাঁপাবেন ফরাসি এই ফরোয়ার্ড। নতুন চুক্তির উদযাপনটা সারলেন হ্যাটট্রিক করেই, কিলিয়ান এমবাপ্পের।

একই ম্যাচে গোল পেয়েছেন নেইমার জুনিয়র ও নিজের শেষ ম্যাচ খেলা অ্যাঞ্জেল ডি মারিয়া। তিন তারকার নৈপুণ্যে মেটজকে ৫-০ তে উড়িয়ে দিয়েছে পিএসজি।

আরও পড়ুন -  অনুব্রত মন্ডলের কাহিনী সিনেমার গল্পের থেকেও রঙিন

খেলার প্রথম ২০ মিনিট নিস্প্রভ থাকলেও এরপরও জ্বলে ওঠে পিএসজি। ১১ মিনিটের ব্যবধানে মেটজের জালে তিন বার বল জড়ায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ২৫ ও ২৮ মিনিটে দু’টি গোল করেন এমবাপ্পে। ৩১ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্ট থেকে জালের দেখা পান নেইমার।

আরও পড়ুন -  Yash-Nusrat: যশ-নুসরত, দুধের সন্তান ঈশানকে রেখে, থাইল্যান্ডে হাতি-বাঘের সঙ্গে সময় কাটাচ্ছেন

বিরতির মিনিট পাচেক পর আবারও জ্বলে ওঠেন প্যারিসের পোস্টার বয় এমবাপ্পে। নিজের তৃতীয় গোলের দেখা। ৬৭ মিনিটে মেসির শট পোস্টে লেগে ফিরে আসলে বক্সের ভেতর থাকা ডি মারিয়া ফিরতি বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে পিএসজির হয়ে নিজের শেষ গোলটি করে বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখেন।

আরও পড়ুন -  এক সুন্দরীর চলন্ত ট্রেনে ‘সামি সামি’ গানে দুর্দান্ত নাচ, নেটদুনিয়ায় প্রশংসা, VIDEO VIRAL