Kanika Kapoor: তিন সন্তানের মা, কণিকা কাপুর বিয়ে করলেন

Published By: Khabar India Online | Published On:

 বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর লন্ডনে শুক্রবার বিয়ে করলেন। এনআরআই ব্যবসায়ী গৌতম হাথিরামানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বেবি ডল খ্যাত গায়িকা।

কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতে লন্ডনের এক অভিজাত হোটেলে বসেছিল বিয়ের আসর। পিচ রঙের লেহেঙ্গায় একেবারে সাবেকি কনের মতো সেজেছিলেন কণিকা। সঙ্গে পরেছিলেন গলায় চোকার, মাথায় টিকলি ও হাতে চুড়ি।

আরও পড়ুন -  Natyamela: কার্নিভালের মেজাজে নবম চর্যাপদ নাট্যমেলা

দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন কণিকা। এর আগে মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় কণিকার। তিন সন্তানের সিঙ্গল মাদার ছিলেন কণিকা।২০১৪ সালে বেবি ডল গানের মধ্যে দিয়ে বলিউডে জনপ্রিয়তা পান কণিকা।

আরও পড়ুন -  কার সঙ্গে এই অন্যায় কাজ করলেন Sara Ali Khan পোশাকের আড়ালে, ছবি দেখুন