Case: মামলা অমিতাভ, অজয় ও শাহরুখদের বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ ও রণবীর সিংয়ের বিরুদ্ধে গুটখা-তামাক প্রচারের অভিযোগে বিহারের এক কোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। অভিযোগ, এই চার তারকাই বিভিন্ন পান মশলার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন। হিন্দুস্তান টাইমস, জিনিউজসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন -  'Pushpa': ‘পুষ্পা’র আইটেম গানে নেচে মামলায় জড়ালেন সামান্থা

খবরে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই এক পান মশলা প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অজয় দেবগণ। আর এই একই সংস্থার বিজ্ঞাপনে গত বছর চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খান।

অমিতাভ নিজেও এক পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ হিসেবে চুক্তি সই করেছেন। তবে পানমশলার প্রচার নিয়ে শোরগোল শুরু হওয়ার পর সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। একই সংস্থার যুক্ত ছিলেন রণবীরও।

আরও পড়ুন -  Suhana Kopi: সুহানা'র কপি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এই মহিলা কে ?

আদালতে এই অভিযোগ করেছেন সমাজকর্মী তামান্না হাশমি। তার অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে এই ক্ষতিকর পণ্যগুলোর দিকে আরও আকৃষ্ট করছে। এ ক্ষেত্রে তারকারা তাদের জনপ্রিয়তার অপব্যবহার করছেন। অভিযোগে রণবীরের নাম আলাদা করে উল্লেখ করেছেন ওই সমাজকর্মী। তিনি চান এই চার সেলিব্রিটির বিরুদ্ধে এফআইআর করুক পুলিশ।

আরও পড়ুন -  Imran Khan: ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা, ইমরানের বিরুদ্ধে