Alia Bhatt: নার্ভাস আলিয়া বিয়ের পরে, কেন ?

Published By: Khabar India Online | Published On:

 হলিউড ফিল্মে ডেবিউ করতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। গ‍্যাল গ‍্যাডট (Gal Gaddot) ও জ্যামি ডরনানের বিপরীতে অভিনয় করছেন আলিয়া। নেটফ্লিক্স অরিজিনাল ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে রওনা হওয়ার আগে আলিয়া জানালেন, তিনি নার্ভাস।

আরও পড়ুন -  ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে তৃণমূলের জোড়া প্রার্থী !

সম্প্রতি আলিয়া নিজের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে জানিয়েছেন, নিজের প্রথম হলিউড ফিল্মের শুটিংয়ে যাওয়ার সময় তাঁর মনে হচ্ছে, জীবনে প্রথমবার অভিনয় করতে চলেছেন তিনি। নার্ভাস লাগছে তাঁর। সকলের শুভেচ্ছা চেয়েছেন আলিয়া। ছবিতে আলিয়ার পরনে রয়েছে সাদা টি-শার্টের উপর কালো স্লিভলেস জ্যাকেট। হাতে ব্রেসলেট ও কানে দুল। খোলা চুল সামলাচ্ছেন আলিয়া।

আরও পড়ুন -  Alia-Ranbir’s Baby: খুশি কাপুর পরিবার, মা হলেন আলিয়া ভাট

আলিয়ার ছবিতে কমেন্ট করে অর্জুন কাপুর (Arjun Kapoor) লিখেছেন, আলিয়া ইন্টারন্যাশনাল খিলাড়ি। আলিয়ার দিদি পূজা ভাট (Pooja Bhatt) লিখেছেন, এটা হওয়ার ছিল। বোনের প্রতি গর্ববোধ করে তিনি লিখেছেন, পৃথিবীটাই এখন আলিয়ার। আগামী দিনে তিনি আরও অসম্ভবকে সম্ভব করে তুলে ঝলমলিয়ে উঠবেন।

আরও পড়ুন -  Alia Bhatt: নাচে মগ্ন আলিয়া জিমে, ব্যায়াম করার বদলে