Sarita Mali: ফুল বিক্রি করতেন মুম্বাইয়ের রাস্তায়! পিএইচডি ডিগ্রি নিতে পাড়ি দিচ্ছেন মার্কিন বিশ্ববিদ্যালয়ে

Published By: Khabar India Online | Published On:

২৮ বছর বয়সী সরিতা মালি, বাবার সাথে মুম্বাইয়ের রাস্তায় ফুলের মালা বিক্রি করতেন। এখন তিনি পিএইচডি করার জন্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।

বর্তমানে জেএনইউ-এর ভারতীয় ভাষা কেন্দ্রে হিন্দি সাহিত্যে পিএইচডি করছেন। তিনি জেএনইউ থেকে এমএ এবং এমফিল ডিগ্রি নিয়েছেন এবং জুলাই মাসে তিনি পিএইচডি জমা দেবেন।

আরও পড়ুন -  Building Collapse In Mumbai: নিহত বেড়ে ১৯, মুম্বাইয়ে চারতলা ভবন ধ্বসে

সরিতা মালি বলেন, ‘আমি অনুভব করি যে প্রত্যেকের জীবনেই উত্থান পতন আছে। প্রত্যেকেরই নিজস্ব গল্প এবং কষ্ট আছে। এটি নির্ধারণ করা হয় কোন সমাজে আপনি জন্মগ্রহণ করেন। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত কোন অর্থে, আমি জন্মগ্রহণ করেছি এমন একটি সমাজে যেখানে সমস্যা ছিল আমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় অংশ।’

আরও পড়ুন -  Swastika Mukherjee: ব্লাউজ ( blouses ) নিয়ে চর্চায় ‘শ্রীমতি’ স্বস্তিকা

উৎসবের সময়, তিনি বাবার সাথে ফুল বিক্রি করতেন, বিশেষ করে গণেশ চতুর্থী, দীপাবলি এবং দশেরার মতো বড় উৎসবে। স্কুলে থাকাকালে বাবার সাথে এ কাজটি তিনি করেছেন। তিনি যখনই জেএনইউ থেকে ছুটিতে যেতেন, তিনি ফুলের মালা তৈরি করতেন। ইচ্ছা থাকলে সব কিছু করা যায়।  ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Janhavi Kapoor: পিঙ্ক স্পোর্টস-ব্রা, জিমের বাইরে হট লুকে ভাইরাল হলেন জাহ্নবী কাপুর